Wednesday, 11 May 2011

আমাদের সমস্ত অন্ধকার 
হা-নিশীথে মেলায় বারবার। 
টুপ করে ঝরে পড়ে -- আবার ঘুমোয়, জাগে 
তার সাথে অবিরল কথা -- চেনা ক্ষতে, পোড়া দাগে। 
কতটা আঘাত পেলে তা দুঃখে বদলে যায় 
সেটা সে-ই জানে।
পোড়া কপাল! 
বাতাসের হাসিতে উছলে ওঠে পোড়া গাছের ডাল।







No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.