আমার এখন অনন্ত অবসর। ঘর থেকে বাইরের জন্য মুখিয়ে থাকা ছাড়া আর করবার কিছু নেই। বাইরে অনন্ত সমুদ্র -- আকাশ। অফুরন্ত নীলের খেলা, সবুজের মেলা। পাখিটা বলে গেল -- জেগে থেকো, এ জানালাতেই আবার চোখ রাখব তোমার জন্য।
--আমায় গান শোনাবে?
--সে তো আমাদের পুরনো কাজ -- আমি একটা নতুন কাজ করতে চাই।
আমি ভাবি পাখি আবার কেমন নতুন কাজ করবে! ও বোধহয় আমার ভাবখানা বুঝল। বলল, আমি তোমাকে আমার আনন্দ দেখাব।
পাখির আনন্দ! সেটা আবার কী?
--ওড়ার আনন্দ। সেটাও জানো না বুঝি!
আমি ভেবে পাই না পাখির ওড়ার আনন্দ আমি দেখব কীভাবে। পাখি একটু মুচকি হেসে উড়ে গেল এক চিলতে নীলে....
তারপর কী হল?........
--আমায় গান শোনাবে?
--সে তো আমাদের পুরনো কাজ -- আমি একটা নতুন কাজ করতে চাই।
আমি ভাবি পাখি আবার কেমন নতুন কাজ করবে! ও বোধহয় আমার ভাবখানা বুঝল। বলল, আমি তোমাকে আমার আনন্দ দেখাব।
পাখির আনন্দ! সেটা আবার কী?
--ওড়ার আনন্দ। সেটাও জানো না বুঝি!
আমি ভেবে পাই না পাখির ওড়ার আনন্দ আমি দেখব কীভাবে। পাখি একটু মুচকি হেসে উড়ে গেল এক চিলতে নীলে....
তারপর কী হল?........
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.